নিজস্ব প্রতিবেদক
Published:2023-10-29 15:09:04 BdST
সহিংসতার দায় বিএনপি নেতারা কি এড়াতে পারবেন?
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রশ্ন তুলে বলেছেন, ২৮ অক্টোবরের সহিংসতার দায় বিএনপি নেতারা কি এড়াতে পারবেন? তিনি বলেন, শনিবারের ঘটনায় পুলিশসহ দুজন নিহত ছাড়াও শত শত মানুষ আহত হওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, প্রধান বিচারপতির বাড়িতে যারা ঢুকেছে তাদের চিহ্নিত করে মামলা হবে। পুলিশকে পিটিয়ে হত্যার জন্য মামলা হবে। হাসপাতালে হামলার ঘটনায় মামলা হবে। গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায়ও মামলা হবে। আমার জানা মতে শ'খানেক পুলিশ আহত হয়েছে। আওয়ামী লীগের মহিলা নেত্রীদের ওপরও হামলা হয়েছে।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করতে চাইলে মামলাগুলো নেওয়া হবে বলে জানান তিনি।
বিএনপি নেতাদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, এই সহিংসতা যখন হচ্ছিল তখন বিএনপির সিনিয়র নেতারা মিটিং করছিলেন। তাদের ডিএমপি কমিশনার বার বার জিজ্ঞেস করছিলেন তাদের মহাসমাবেশের সীমানা কতো দূর হবে। তারা জানিয়েছিল নাইটেঙ্গেল মোড় পর্যন্ত। কিন্তু তারপরও যে সহিংসতা হয়েছে সেটির দায় কি বিএনপি নেতারা এড়াতে পারবেন?
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.