February 26, 2025, 4:33 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2023-10-29 19:29:03 BdST

বাইডেনের সেই কথিত ‘উপদেষ্টা’ আটক


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

ইমিগ্রেশন পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মনিরুল ইসলাম বলেন, দুপুরে দেশ ছাড়তে এয়ারপোর্টে আসলে তাকে জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া যায় যে, তিনি সেই কথিত উপেদষ্টা। পরে এ বিষয়ে গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের অবহিত করলে তারা এসে তাকে ডিবি হেফাজতে নেয়।

পুলিশের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, কথিত উপদেষ্টা আরেফীকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়েছে।

উল্লেখ্য, শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের পর হঠাৎ দলটির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সঙ্গে এক রহস্যজনক ব্যক্তির ভিডিও নিয়ে হৈচৈ শুরু হয়।

পরে এ বিষয় নিয়ে রাতে বিএনপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, নয়াপল্টনে মহাসমাবেশে পুলিশের হামলা, টিয়ারগ্যাস ও গুলির পর সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় অফিসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে পরিচয় দিয়ে যিনি সাংবাদিকদের সামনে বক্তব্য রেখেছেন তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি গোচরে এসেছে।

জানা গেছে, তিনি একজন বাংলাদেশি আমেরিকান। মিঞা জাহিদুল ইসলাম আরেফী। জন্ম এবং বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে তিনি বসবাস করেন। মাঝে মাঝেই বাংলাদেশে আসেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.