February 26, 2025, 8:02 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2023-11-02 14:10:17 BdST

মোহাম্মদপুর ও উত্তরায় বাসে আগুন


রাজধানীর মোহাম্মদপুরে মৌমিতা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির শেষ দিন বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ ভাঙ্গা মসজিদ এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাজি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোহাম্মদপুর বেড়িবাঁধ ভাঙ্গা মসজিদ এলাকায় মৌমিতা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস দাঁড়ানো ছিল। এসময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নির্বাপন করেন।

এদিকে, রাজধানীর উত্তরা আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জানান, আজ সকাল ৭টায় উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিস্থান পরিবহনের একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বাসটিতে যাত্রীবেশে উঠে আগুন দেওয়া হয়। আগুন দেওয়ার সময় গাড়িতে মাত্র ১২ থেকে ১৪ জন যাত্রী ছিল। হঠাৎ গাড়ির পেছন দিকে আগুন দেখতে পান যাত্রীরা। আগুন লাগার পর পরই পেছনের জানালা দিয়ে লাফিয়ে নেমে পড়ে কয়েকজন যুবক।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.