নিজস্ব প্রতিবেদক
Published:2023-11-04 09:28:53 BdST
মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন আজ
আজ উদ্বোধন হতে যাচ্ছে মেট্রোরেলের দ্বিতীয় অংশের। শনিবার (৪ নভেম্বর) দুপুরে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের দ্বিতীয় ধাপের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তা পুরোদমে চালু হতে সময় লাগবে আগামী জানুয়ারি পর্যন্ত।
শুরুতে মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত চার ঘন্টা চলাচল করবে মেট্রোরেল। সকাল সাড়ে সাতটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত এ রুটে চলবে মেট্রোরেল। মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত যেতে সময় লাগবে ৩১ মিনিট। যাত্রাপথে এটি ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশনে থামবে।
তবে আগামী জানুয়ারিতে পুরোদমে চালু হলে সকাল থেকে রাত পর্যন্ত সবগুলো স্টেশন ব্যবহার করতে পারবেন যাত্রীরা।
এদিকে উত্তরা-মতিঝিল রুটে মেট্রো চালুর খবরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। তারা জানান, দীর্ঘ সময় যানজটে নাকাল হয়ে অফিসে যাওয়ার ভোগান্তি লাঘব হবে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করা হয়। পরদিন থেকে উন্মুক্ত হয় সাধারণের জন্য। শুরুতে ট্রেন থামে শুধুমাত্র দিয়াবাড়ি ও আগারগাঁও স্টেশনে। পরে ধীরে ধীরে স্টেশনের সংখ্যা বাড়ে, বাড়ে সময়সীমাও। এরপর থেকে অপেক্ষা ছিল মতিঝিল পর্যন্ত চালুর। তারই অবসান ঘটছে শনিবার।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.