February 26, 2025, 8:03 am


অনলাইন ডেস্ক:

Published:
2023-11-05 11:37:52 BdST

দ্বিতীয় ধাপের অবরোধের ১২ ঘণ্টায় ১০ বাসে আগুন: ফায়ার সার্ভিস


সরকার পতনের এক দফা দাবি আদায়ে বিএনপি-জামায়াতের দ্বিতীয় ধাপে ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে।
অবরোধের আগের দিন শনিবার (০৪ নভেম্বর) সন্ধ্যা থেকে রোববার (০৫ নভেম্বর) ভোর সাড়ে ৬টা পর্যন্ত ঢাকাসহ সারা দেশে ১২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এর মধ্যে শুধু বাসই পুড়েছে ১০টা বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রোববার ফায়ার সার্ভিস এর মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোর সারে ৬টা পর্যন্ত ১২টি আগুনের খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীতে সাতটি, নারায়ণগঞ্জ-গাজীপুরে দুইটি, রাজশাহী বিভাগে (সিরাজগঞ্জ) একটি, বরিশালে (চরফ্যাশন) একটি, রংপুরে (পীরগঞ্জ) একটি ঘটনা ঘটে। এসব ঘটনায় ১০টি বাস ও একটি রাজনৈতিক দলের কার্যালয় পুড়েছে।
ফায়ার সার্ভিসে দেওয়া এ তথ্যের পরে রাজধানীর খিলগাওয়ে আরও একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.