অনলাইন ডেস্ক:
Published:2023-11-09 12:12:50 BdST
পোশাকশ্রমিকদের বিক্ষোভঅর্ধশতাধিক কারখানায় ছুটি:গাজীপুরে
নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে গাজীপুরের বেশ কিছু এলাকায় পোশাকশ্রমিকরা বিক্ষোভ করছেন। এ ঘটনায় বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত প্রায় একশ কারাখানা ছুটি দেওয়ার তথ্য পাওয়া গেছে।
এসব কারাখানার শত শত শ্রমিককে বাড়ি ফিরে যেতে দেখা গেছে। তাদের একজন কোনাবাড়ীর নর্প ইন্ডাস্ট্রির শ্রমিক রতন মিয়া। তিনি বলেন, ‘সকাল ৮টায় অফিসে গিয়েছি। এক ঘণ্টা পরে স্যাররা বলেছেন- চলে যান, আজ কাজ বন্ধ।’
এদিকে কোনাবাড়ীর নাওজোর এলাকায় বাইপাস সড়ক, ইসলাপুর রোডের কিছু অলিগলি, চৌরাস্তা ও চান্দনা এলাকায় অনেক শ্রমিককে কাঠ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। এসব এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্থিতিশীল রাখতে সতর্ক অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলম বলেন, ‘কিছু কারখানার শ্রমিকেরা রাস্তায় নামার চেষ্টা করেছে। তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্থিতিশীল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।’
শ্রমিকদের যেকোনো গুজবের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেছেন পুলিশ সুপার।
পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণার পরেও বুধবার গাজীপুর-আশুলিয়া ছিল অশান্ত। বেতন কাঠামো প্রত্যাখ্যান করে মজুরি আরও বাড়ানোর দাবিতে গাজীপুরের শ্রমিকরা রাস্তায় নামলে পুলিশের সঙ্গে দফায় দফায় ব্যাপক সংঘাত হয়। এ ঘটনায় এক নারী শ্রমিক নিহত ও অর্ধশতাধিক আহত হন। এর মধ্যে হঠাৎ সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে এক পুলিশ সদস্যের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।
কিছুদিন ধরে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছিল শ্রমিকরা। গত মঙ্গলবার সরকারের মজুরি বোর্ড মালিকপক্ষের প্রস্তাবের সঙ্গে সংগতি রেখে ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করে দেয়। তবে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বেশ কিছু শ্রমিক সংগঠন।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.