অনলাইন ডেস্ক:
Published:2023-11-26 16:48:46 BdST
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম প্রকাশ
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আজ রোববার (২৬ নভেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে নাম ঘোষণা শুরু করেছেন।
ঘোষণা অনুযায়ী পঞ্চগড়-২ আসনে নুরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন, দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী, রংপুর-৬ শিরীন শারমিন চৌধুরী, রংপুর ৫ টিপু মুনশী, সিরাজগঞ্জ-৩ আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-৪ শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ-৫ আব্দুল মমিন মণ্ডল মনোনয়ন পেয়েছেন।
এর আগে আজ দিনের প্রথম ভাগে দলের সব মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে গণভবনে কথা বলেন দলীয় সভাপতি শেখ হাসিনা।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.