নিজস্ব প্রতিবেদক
Published:2023-11-28 12:11:48 BdST
বিএনএমে যোগ দিলেন ডলি সায়ন্তনী
সংগীতশিল্পী ডলি সায়ন্তনী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন। বিএনএমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পাবনা-২ আসন থেকে নতুন এই রাজনৈতিক দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে মনোনয়ন ফরম নেন তিনি।
ডলি সায়ন্তনী ছাড়াও বিএনএমে যোগ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের দুবারের সাবেক সংসদ সদস্য এস এম শাফি মাহমুদ, চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীসহ অনেকে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.