February 26, 2025, 8:24 pm


নেহাল আহমেদ, রাজবাড়ী

Published:
2023-12-04 13:16:54 BdST

রাজবাড়ীতে সাহিত্য পরিষদের সাহিত্য উৎসব অনুষ্ঠিত


কবিতা পাঠ, নাচ, গান আলোচনা সহ নানা আয়োজনে রাজবাড়ীতে দিনব্যাপী সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।

উৎসবে রাজবাড়ী জেলা সহ বিভিন্ন জেলার কবি, লেখক, নাট্যকারসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শুক্রবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শিল্পকলা একাডেমিতে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক আরিফ হায়দার।

আয়োজক কমিটির আহ্বায়ক খোকন মাহমুদ জানায়, সভার শুরুতে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়।

রাজবাড়ী সাহিত্য পরিষদের আহ্বায়ক খোকন মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফ হায়দার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম, গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, কবি নেহাল আহমেদ সহ আরো অনেকেই।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.