অনলাইন ডেস্ক:
Published:2023-12-30 11:51:37 BdST
টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার জনসভা
দলের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার জন্য আয়োজিত বরিশালের জনসভায় উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানের জনসভা মঞ্চে তিনি উপস্থিত হন।
এর আগে এদিন সকাল ৯টায় বরিশালের উদ্দেশে রওনা হন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে জেলার পাশাপাশি পুরো বিভাগে উৎসবের আমেজ রয়েছে।
এদিকে শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। স্থানীয় নেতারা জানান, দলের সভাপতি তার বক্তব্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন। এই জনসভা জনসমুদ্রে পরিণত ও এটি বরিশালের ইতিহাসে বৃহত্তম সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানস্থলে এরই মধ্যে বিশাল আকারের মঞ্চ নির্মাণসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বরিশালের জনসভা শেষে গোপালগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী। শনিবার সন্ধ্যায় ঢাকা ফেরার কথা রয়েছে তার।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.