নিজস্ব প্রতিবেদক
Published:2023-12-30 13:26:06 BdST
টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর জনসভা শুরু
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠের জনসভা মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা।
আজ শনিবার সকাল ১১টায় পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় প্রধানমন্ত্রী উপস্থিত হন।
এদিকে, শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য ভোর থেকে সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল নেমেছে। সকাল ৯টার মধ্যেই কানায় কানায় ভরে যায় টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠ।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়েরের সভাপতিত্বে জনসভার সঞ্চালনা করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ।
মঞ্চে আরও রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, যুব মহিলা লীগের সাবেক সভাপতি নাজমা আক্তার, প্রধানমন্ত্রীর মনোনীত প্রতিনিধি শহীদুল্লাহ খোন্দকার, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী মাসুদুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
টুঙ্গিপাড়ার এ জনসভা শেষে কোটালীপাড়ায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যাবেন প্রধানমন্ত্রী।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.