নিজস্ব প্রতিবেদক
Published:2024-01-04 08:53:09 BdST
আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার নিয়ে সন্ধ্যা ৭টায় শেখ হাসিনা জাতির উদ্দেশে এই ভাষণ দেবেন বলে দলের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সংবাদমাধ্যমকে বলেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি ভাষণটি সন্ধ্যা ৭টায় সম্প্রচার করবে। ’
এর আগে গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে এই ভাষণের কথা জানান।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.