নিজস্ব প্রতিবেদক
Published:2024-01-05 06:39:41 BdST
ঢামেকে দালাল নির্মূলের ঘোষণা দিলেন নতুন পরিচালক
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে তিনি দ্বায়িত্ব বুঝে নেন। তিনি বেশকিছু দিন আগে হাসপাতালে যোগদান করলেও আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেলেন।
দায়িত্ব গ্রহণের পর হাসপাতাল থেকে দালাল নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন নতুন পরিচালক।
বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক নতুন পরিচালকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার নাজমুল হককে ধন্যবাদ জানান নতুন পরিচালক ব্রিগেডিয়ার আসাদুজ্জামান।
তিনি বলেন, ‘ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল হচ্ছে দেশের সর্ব বৃহৎ একটি সরকারি হাসপাতাল। এ হাসপাতালটি হচ্ছে রোগীদের আস্থার প্রতীক, বিশেষ করে অসহায় দরিদ্র ও মধ্যবিত্তদের জন্য।’
ব্রিগেডিয়ার আসাদুজ্জামান বলেন, ‘রাজধানীসহ সাড়া বাংলাদেশ থেকে রোগীরা রেফার হয়ে চিকিৎসা নিতে আসেন এখানে। রোগীদের চিকিৎসার মান আরও কীভাবে বাড়ানো যায়, সেই পরিকল্পনা ইতোমধ্যে হাতে নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী নার্সসহ সব স্বাস্থ্যকর্মীর জন্য একটিই কাজ হবে— রোগীদের উন্নতমানের চিকৎসা সেবা দেওয়া।’
তিনি বলেন, ‘রোগীদের চিকিৎসায় কোনও অনিয়ম ও হাসপাতালের ভেতরে দালাল প্রবেশ নির্মূলের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ পাশাপাশি হাসপাতালের সব চিকিৎসক, নার্স ও স্টাফদের অনুরোধ জানিয়ে নতুন পরিচালক বলেন, হাসপাতালের রোগীদের চিকিৎসার কোনও গাফলতি যেন না হয়। পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.