February 27, 2025, 5:14 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2024-01-06 13:56:00 BdST

বেনাপোল এক্সপ্রেসে দগ্ধ ৮ জনের অবস্থাই আশঙ্কাজনক : সামন্ত লাল


রাজধানীর বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আটজনের কেউ এখনো ঝুঁকিমুক্ত নন বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

শনিবার (৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন। সামন্ত লাল বলেন, দগ্ধ সবাই মানসিক ট্রমার মধ্যে রয়েছেন। এদের মধ্যে একজনের শরীরের ৯ শতাংশ পুড়ে গেছে।

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘সবাইকেই আমরা পর্যবেক্ষণে রেখেছি। সব রোগীই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।’

রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ৪ জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করেছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.