February 27, 2025, 4:30 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2024-01-07 01:01:40 BdST

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নির্বাচনবিরোধী নাশকতা


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন এবং প্রতিহতের উদ্দেশ্য বিএনপি ও সমমনা দল গুলোর ডাকা হরতালের প্রথম দিন শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, ভোটকেন্দ্র ও যানবাহনে আগুনের ঘটনা ঘটেছে।

ঢাবিতে এক ঘণ্টার ব্যবধানে ৭ ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক ঘণ্টার ব্যবধানে তিন দফায় সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।  

শনিবার (৬ জানুয়ারি) রাত ৭টা থেকে ৮টার মধ্যে চানখারপুল, কার্জন হল, নীলক্ষেত পুলিশ ফাঁড়ি ও এ এফ রহমান হলের সামনে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় চার দফায় ১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।

তবে এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

ফতুল্লায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের চেষ্টা, আটক ১

নারায়ণগঞ্জের ফতুল্লার ১৬৯ নং কেন্দ্রে (উত্তর নরসিংপুর এলাকার এশায়াতুস সুন্নাহ কওমি মাদ্রাসা) ককটেল বিস্ফোরণ ঘটানোর পর পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।  এ সময় স্থানীয়রা ধাওয়া করে একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।  

শনিবার রাত সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত একজনকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে স্থানীয়রা একজনকে গণপিটুনি দিয়েছে। তাকে উদ্ধার ও আটক করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানান, রাত সাড়ে ৯টার দিকে একদল যুবক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্রের সামনে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমান বলেন, মানুষ এখন যথেষ্ট সচেতন। তারাই হামলা প্রতিরোধ করেছে। আগামীকাল উৎসবমুখর পরিবেশে ভোট উৎসব হবে।

চট্টগ্রামে নির্বাচনি সরঞ্জাম দিয়ে আসা বাসে আগুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার সন্ধ্যায় থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন গণমাধ্যমকে বলেন, নির্বাচনি সরঞ্জাম নামিয়ে দিয়ে বাসটি দাঁড়িয়ে ছিল।

ওই সময় কে বা কারা বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যান। ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই বাসে শুধু চালক ছিলেন। তিনি দ্রুত গাড়ি থেকে নেমে পড়েন। এজন্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে শনিবার ভোরে বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ড নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চট্টগ্রাম-১১ আসনের একটি ভোটকেন্দ্র ছিল এটি।

সোনাগাজীতে ভোট কেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ

ফেনীর সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়নে একটি ভোট কেন্দ্রের অফিস কক্ষে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

উপজেলার চরমজলিশপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের দশআনি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের অফিস কক্ষে আজ শনিবার রাত আটটার দিকে এ পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনার পর প্রিজাইডিং অফিসারসহ উপস্থিত সবাই মিলে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। ঘটনার সাথে সাথে সহকারী সিনিয়র পুলিশ সুপার তাছলিম হুসাইন ঘটনাস্থল পরিদর্শন করে।

তবে কারা এটি করছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।

দশআনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার আনোয়ার হোসেন বোমা নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত আনুমানিক আটটার দিকে কেন্দ্রের অফিস কক্ষে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে নির্বাচনি সরঞ্জামের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সিরাজগঞ্জে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

সিরাজগঞ্জ শহরের বেশ কয়েকটি স্থানে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে শহরের মুক্ত মঞ্চ, খেদন সর্দারের মোড়, সালেহা স্কুল সংলগ্ন, ধানবান্ধি অগ্রনীর কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।  

স্থানীয়রা বলছেন, দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়াতে দুর্বৃত্তরা এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।

এছাড়াও মহাসড়কের হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় একটি ট্রাকের সামনে গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটেছে।  

আওয়ামী লীগ নেতা আদনান মুক্তা জানান, ধানবান্ধি অগ্রনী ব্যাংকের গলির মাথায় ফটকা ফোটানোর মতো বিকট আওয়াজ হয়েছে। দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।  

পথচারী লেবু মিয়া জানান, বাজার স্টেশন থেকে রেলগেট যাবার পথে প্রথমে মুক্ত মঞ্চের কাছে এরপর রেলগেটে তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পাই।

ঝিনাইদহে ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ৩

ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পায়রাচত্বরসহ ৪টি স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত ৩ জন হয়েছেন। শনিবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯ টার দিকে শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে বিকট শব্দে দুটি বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা।

এতে সেখানে থাকা দুই পথচারী আহত হন। এর পরপরই শহরের হামদহ, মুজিব চত্বর, পবহাটি ও এইচএসএস সড়কের সোনালী ব্যাংকের সামনে বিস্ফোরণের ঘটে। ঘটনার পরপরই র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

হবিগঞ্জ শহরে একাধিক ককটেল বিস্ফোরণ

হবিগঞ্জ শহরের একাধিকস্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  শায়েস্তানগর এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় ও দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।

শনিবার রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। এই ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলাম বলেন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ককটেল বিস্ফোরণ ও আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা করছে বিএনপির নেতাকর্মীরা।

পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা সার্বক্ষণিক শহরের গুরুত্বপূর্ণ এলাকায় টহলে রয়েছে। কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে আগুন, গাড়ি ভাঙচুর

নির্বাচনের আগের রাতে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে টায়ার জ্বালিয়ে রাস্তায় আগুন দিয়ে গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ৮ টার দিকে ইউনিয়নের পাগলা বাজার সংলগ্ন জামি’আ ইসলামিয়া পাগলা মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছেন তা জানা যায়নি।  খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিগঞ্জ থানা পুলিশ।

গাড়ি চালক মোবারক হোসেন জানান, তিনি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন ১৮-২৫৫৫) চালিয়ে দিরাই থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঘটনাস্থলে আসার পর রাস্তার দক্ষিণ দিক থেকে ১৫-২০ জনের একটি দল প্রথমে গাড়ির কাচে ঢিল ছোড়ে। পরে কয়েকজন লাটিসোটা দিয়ে গাড়ি ভাঙচুর করে।

পরে তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে পালিয়ে যায়। এদিকে এ সময় দুর্বৃত্তরা কয়েকটি সিএনজি ভাঙচুর করে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মোক্তাদির হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে কাউকে পাইনি। পুলিশ কাজ শুরু করেছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.