February 27, 2025, 3:52 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2024-01-07 12:58:23 BdST

৩৭ স্থানে অনিয়ম, আটক ৬: ইসি


সারাদেশে ভোটে ৩৭টি স্থানে অনিয়ম ও গোলযোগের ঘটনা পাওয়া গেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া জাল ভোটের অভিযোগে আটক করা হয়েছে ৬ জনকে।

রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ইসি কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়।

আটকদের মধ্যে বরগুনায় একজনকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামের এক মহিলা চেয়ারম্যানকে আটক করা হয়েছে।

এদিকে ভোলার লালমোহনের মেহেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া পোলিং এজেন্টের ‘প্রক্সি’ দিতে আসা আবদুর রহিম ও জাকির হোসেন নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

সকাল ১০টায় কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপসচিব সুজিত হালদার তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেন।

এর আগে ভোট দিতে বাধা দেয়ায় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল ৯টার দিকে এ সংষর্ঘের সূত্রপাত ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকার মৌলভী পুকুর এলাকায় ভোটারদের ভোট দিতে বাধা দেয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া দেয়। এতে বিএনপি নেতাকর্মীরা পুলিশের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, দেড় ঘণ্টাব্যাপী সংষর্ঘ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশের সদস্যরা।

এছাড়া বরিশাল-৫ আসনে ভোটেকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বেলা ১১টার বটতলা নব আদর্শ স্কুলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ ফারুকের সমর্থকরা ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. সালাউদ্দিন রিপনের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে মাঈনুল নামের স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আজ ভোট হচ্ছে ২৯৯ আসনে। এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে পরে ভোট হবে। সারা দেশের ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ২ লাখ ৬১ হাজার ৯১২টি। সব আসনেই ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ হচ্ছে।

ভোটে লড়ছেন মোট ১ হাজার ৯৭০ প্রার্থী। তাদের মধ্যে ১ হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী; বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী। সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এছাড়া ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। আর তৃতীয় সর্বোচ্চ ১৩৫ প্রার্থী রয়েছেন ‘সোনালি আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপির। আর ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, বাংলাদেশ কংগ্রেসের ৯৬ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের ৫৬ জন।

এবার মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ পুরুষ, আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ নারী। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.