নিজস্ব প্রতিবেদক
Published:2024-01-08 12:24:04 BdST
ঢাকা-১৮ আসনে খসরুর কেটলি জয়ী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের কেটলি মার্কার প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খসরু চৌধুরী সিআইপি বেসরকারিভাবে প্রাপ্ত ফলে বিজয়ী হয়েছেন।
মোট ২১৭টি কেন্দ্রের ফলাফলের মধ্যে কেটলি প্রতীকে খসরু চৌধুরী পেয়েছেন ৭৯ হাজার ৮৫ ভোট। ঢাকার এই আসনটিতে নৌকা প্রতীকের কোনো প্রার্থী দেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ। খসরুর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে এস এম তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪৪ হাজার ৯০৯ ভোট।
আওয়ামী লীগ সমর্থিক লাঙ্গল প্রতীকের শেরীফা কাদের পেয়েছেন ৬ হাজার ৪২৯ ভোট।
খসরু চৌধুরী সিআইপি বলেন, 'অতীতের যেকোনো দুর্যোগে, সুখ ও দুঃখে আমি আমার এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি বিগত সময়ে আমার এলাকার মানুষর পাশে ছিলাম, এখনো আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। সর্বদা মানুষের মুখে হাসি ফোটাতে আমি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার এলাকার মানুষ ভালো থাকলে আমিও ভালো থাকি।'
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.