নিজস্ব প্রতিবেদক
Published:2024-01-08 12:28:47 BdST
ঢাকা-৪ : নৌকার সানজিদাকে হারিয়ে আওলাদ বিজয়ী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনে নৌকার সানজিদা খানমকে হারিয়ে জয় পেয়েছেন ট্রাকের আওলাদ হোসেন।
আওলাদ হোসেন ২৪ হাজার ৭৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের সানজিদা খানম পেয়েছেন ২২ হাজার ৫৭৭ ভোট।
রবিবার ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক আনিসুর রহমান।
আজ সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকাল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণ শেষে আজ রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সারাদেশে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত এটাই নির্ভরযোগ্য তথ্য। '
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.