February 27, 2025, 2:38 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2024-01-08 12:57:39 BdST

খালেদা জিয়ার বহিষ্কৃত উপদেষ্টা একরামুজ্জামান জয়ী


দ্বাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী কলারছড়ি প্রতীকের সৈয়দ একরামুজ্জামান। তিনি ৮৯ হাজার ৪২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের বদরুদ্দোজা ফরহাদ হোসেন সংগ্রাম পেয়েছেন ৪৬ হাজার ১৮৯ ভোট।

রবিবার (৭ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান তার কার্যালয়ে এ ফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৫৪ দশমিক ৬১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় গণনা।

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মোট ভোটার ২ লাখ ৫২ হাজার ৫৪৭। আসনটির ৭৯ ভোট কেন্দ্রের ৪৮০টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

উল্লেখ্য, একরামুজ্জামান বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। নির্বাচনে অংশ নেওয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.