February 27, 2025, 2:57 am


বিশেষ প্রতিবেদক

Published:
2024-01-08 13:38:26 BdST

১০ প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন


বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শুরু থেকেই আন্তর্জাতিক মহলের আগ্রহের কমতি ছিল না। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ কার্যক্রম শেষ হয় বিকেল ৪টায়। ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট টানা চতুর্থবার এবং পঞ্চম মেয়াদে জয়ী হয়ে শেখ হাসিনার নেতৃত্বে আবারও সরকার গঠন করবে বলে আশা করা হচ্ছে। গতকাল বাংলাদেশের নির্বাচন নিয়ে বহু আন্তর্জাতিক গণমাধ্যম বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছে। এদের মধ্যে ১০ টি প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমও রয়েছে।

প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান, আল জাজিরা, এসোসিয়েট প্রেস, বিবিসি, টাইমস অব ইন্ডিয়ার মতো প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো।

বাংলাদেশের নির্বাচন নিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন শিরোনামে বলা হয়েছে- বিরোধীদের নির্বাচন বয়কটের মধ্যেই ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশে। ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্বাচন বর্জন করেছে প্রধান বিরোধী দল বিএনপিসহ সমমনা দলগুলো। ভোটের আগে বিভিন্ন জায়গায় ঘটেছে সহিংসতার ঘটনাও।

বিবিসির প্রতিবেদন শিরোনামে বলা হয়েছে- বাংলাদেশে নির্বাচনের আগে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বয়কটের ডাক দিয়েছে এবং দেশব্যাপী দুদিনের হরতাল ডেকেছে। নির্বাচনের আগেই দেখা গেছে সহিংসতা।

প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন শিরোনামে বলা হয়েছে- নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশে : ১২ কোটি ভোটার বেছে নেবেন ২৯৯ জন সংসদ সদস্যকে।

বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদন শিরোনামে বলা হয়েছে- বাংলাদেশের নির্বাচনে ভোটারের উপস্থিতি কম, ক্ষমতায় থাকছে শেখ হাসিনাই।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রধান বিরোধী দল এই নির্বাচন বয়কট করেছে। অনেক মানুষ ভোট দিতে যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো আগে থেকেই বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে।

বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। গার্ডিয়ানের প্রতিবেদন শিরোনামে বলা হয়েছে- পঞ্চম মেয়াদে শেখ হাসিনার জয়ের নিশ্চয়তায় নির্বাচন শুরু হয়েছে বাংলাদেশে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার দলকে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হয়নি। ফলে জয়ের পথে রয়েছে তার দল ক্ষমতাসীন আওয়ামী লীগ।

নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরার প্রতিবেদন শিরোনামে বলা হয়েছে- বিরোধীদের নির্বাচন বর্জনের মধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো নির্বাচনে বিজয়ী হতে যাচ্ছেন। সম্ভাব্য বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এসোসিয়েট প্রেস (AP)।

এসোসিয়েট প্রেসের প্রতিবেদন শিরোনামে বলা হয়েছে- সহিংসতা এবং বিরোধীদের নির্বাচন বয়কটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের নির্বাচন : ভোট গ্রহণ শুরু হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন শিরোনামে বলা হয়েছে- “সহিংসতা এবং বিরোধীদের নির্বাচন বর্জনের মধ্যেও বাংলাদেশের নির্বাচনে ভোট দিয়েছেন ভোটাররা’। প্রতিবেদনে আরও বলা হয়েছে, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে ক্ষমতা গ্রহণের পথে রয়েছেন”।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন শিরোনামে বলা হয়েছে- “হরতাল-অগ্নিসংযোগের মধ্যে ভোট গ্রহণ বাংলাদেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা ৪র্থ মেয়াদে ক্ষমতা গ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে”।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন বাংলাদেশের নির্বাচন নিয়ে সংবাদ প্রকাশ করেছে।

সিএনএনের প্রতিবেদন শিরোনামে বলা হয়েছে- “বিরোধীদের বয়কটের পরও বাংলাদেশে চলছে ভোট গ্রহণ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রধান বিরোধী দলের নির্বাচন বর্জনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের দীর্ঘতম মেয়াদের নারী প্রধানমন্ত্রী, তিনি টানা চতুর্থ মেয়াদে বিজয়ী হতে চলেছেন”।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.