February 26, 2025, 11:51 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2024-01-10 16:58:27 BdST

আবারও স্পিকার শিরীন শারমিন, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু


দ্বাদশ জাতীয় সংসদীয় দলের সভায় আবার স্পিকার হয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী। ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুকেও বহাল রাখা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার মনোনীত হওয়ার মাধ্যমে শিরীন শারমিন চৌধুরী টানা চতুর্থবারের মত জাতীয় সংসদের স্পিকার মনোনীত হলেন।

বুধবার (১০ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ শেষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংসদনেতা নির্বাচনের পাশাপাশি সংসদ উপনেতাও নির্বাচিত করা হয়েছে। একাদশ জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদেও উপনেতা নির্বাচিত করা হয়েছে।

এছাড়া বর্তমান একাদশ সংসদে সরকারি দলের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটনকে দ্বাদশ জাতীয় সংসদেও চিফ হুইপ হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। লিটন চৌধুরী আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.