নিজস্ব প্রতিবেদক
Published:2024-01-12 12:24:21 BdST
রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় ৮ পণ্য বাকিতে আমদানির সুযোগ
আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় ৮ পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব পণ্যের মধ্যে রয়েছে ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি এবং খেজুর।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলারও জারি করা হয়।
সব ব্যাংকের এডি শাখায় পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, আমদানি লেনদেন সহজতর করার লক্ষ্যে ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি এবং খেজুর- এই ৮ পণ্য ৯০ দিনের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানি করা যাবে। এই সুযোগ আগামী ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে।
রোজায় ভোগ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করতেই এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তারা বলছেন, সময়মতো আমদানির অভাবে যাতে এসব পণ্যের সংকট তৈরি না হয় এবং দাম না বাড়ে সেজন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এই সুযোগের ফলে বাকিতে পণ্য আমদানি করা যাবে। এখন ব্যাংকগুলো যথাযথ প্রক্রিয়া মেনে আমদানি ঋণপত্র (এলসি) খুললে পণ্য সময়মতো চলে আসবে। এতে রমজান উপলক্ষ্যে প্রয়োজনীয় পণ্যের জোগান নিশ্চিত হবে। দাম বাড়ারও সুযোগ থাকবে না।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.