February 26, 2025, 10:58 pm


আন্তর্জাতিক প্রতিবেদক

Published:
2024-01-12 12:37:48 BdST

ইয়েমেনে ব্যাপক হামলা চালালো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য


হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। হামলায় হুথিদের অস্ত্র ভাণ্ডার, কমান্ড সেন্টারসহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করা হয়েছে বলে জানিয়েছে এক মার্কিন কর্মকর্তা।

বার্তাসংস্থা রয়টার্সকে শুক্রবার (১২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের চার কর্মকর্তা।

দুই মাস ধরে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট ও ইসরায়েলগামী জাহাজে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এসব টানা হামলা চালানোর পর এখন হুথিদের লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে ব্রিটিশ ও মার্কিনি সেনারা।

বার্তাসংস্থা এপিও জানিয়েছে, হুথিদের ব্যবহৃত সামরিক অবস্থান লক্ষ্য করে ব্যাপক বোমা হামলা চালিয়েছে এ দুই দেশের সেনারা। হামলায় ব্যবহার করা হয়েছে টমাহোক ক্রুজ ক্ষেপণাস্ত্র। যেগুলো জাহাজ থেকে ছোড়া হচ্ছে। এছাড়া যুদ্ধবিমানও ব্যবহার করা হয়েছে।

হুথির এক কর্মকর্তা এর আগে জানিয়েছিলেন, রাজধানী সানায় ‘শত্রুদের হামলা’ চলছে। সানার এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, তিনি তিনটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। তবে যুদ্ধবিমানের কোনও চিহ্নও দেখতে পাননি তারা।

ইয়েমেনের উপকূলীয় শহর হোদেইদাহের দুই বাসিন্দা পাঁচটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

হোদেইদাহ লোহিত সাগরের তীরে অবস্থিত এবং হুথিদের দ্বারা নিয়ন্ত্রিত বৃহত্তম বন্দর শহর।

৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। গত দুইমাস ধরে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে তারা।

হুথিদের হামলা বন্ধে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হওয়ার পরও জাহাজে হামলা চালিয়েছিল হুথিরা। এরপরই এখন হুথিদের অবস্থান লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে ব্রিটিশ ও মার্কিনি সেনারা।

প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই হামলার উদ্দেশ্য ছিল এটা দেখানো যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা লোহিত সাগরে জঙ্গি গোষ্ঠীর অবিরাম আক্রমণকে 'সহ্য করবে না'।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা কূটনৈতিক আলোচনার প্রচেষ্টা এবং সতর্কতার সঙ্গে বিবেচনা করার পরেই এই পদক্ষেপ নিয়েছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.