নিজস্ব প্রতিবেদক
Published:2024-01-13 02:15:04 BdST
স্মার্ট বস্ত্র ও পাট খাত তৈরিতে কাজ করব: নানক
বস্ত্র ও পাটখাতকে ‘স্মার্ট’ করে গড়ে তুলতে দ্রুত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে জোর দিচ্ছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
শুক্রবার (১২ জানুয়ারি) মন্ত্রীর ধানমণ্ডির বাসভবনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প-২০৪১-কে সমানে রেখে পাট ও বস্ত্রখাতে নতুন নতুন উদ্ভাবনকে কাজে লাগিয়ে এ খাতকে আধুনিকায়নে কাজ করতে হবে।
জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, স্মার্ট বস্ত্র ও পাট খাত তৈরিতে দ্রুত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করা হবে। এই খাতে দেশের বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং রপ্তানি বৃদ্ধিতে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাব।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.