February 26, 2025, 10:05 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2024-01-13 14:13:20 BdST

তেজগাঁওয়ে বস্তিতে আগুন, ২ জনের প্রাণহানি


রাজধানীর তেজগাঁও এলাকার মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার ঘটনায় দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এই ঘটনায় নিখোঁজ হয়েছেন আরও একজন।

তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। এছাড়া বস্তির তিন শতাধিক ঘর পুড়ে গেছে বলে জানা গেছে।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের তথ্য আসে। এরপরে একে একে ১৩টি ইউিনট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। তাদের প্রচেষ্টায় পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী তাৎক্ষণিক এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।

পুলিশ বলছে, এ ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দুই জন দগ্ধের তথ্য মিলেছে। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

তেজগাঁও ফায়ার স্টেশনের এক কর্মকর্তা জানান, তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে বস্তিটির অবস্থান। তবে আগুন লাগার কারণ তিনি জানাতে পারেন নি।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.