February 26, 2025, 7:53 pm


আন্তর্জাতিক প্রতিবেদক

Published:
2024-01-16 11:48:00 BdST

মোসাদের সদরদপ্তরে ইরানের হামলা, আরও প্রতিশোধের হুমকি


ইরাকের আধা শায়ত্বশাসিত অঞ্চল কুর্দিস্তানে ইসরায়েলের গুপ্তচর বাহিনী মোসাদের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরান। এই তথ্য জানিয়েছে, ইরানের রেভুলেশনারি গার্ড। 

সোমবার (১৫ জানুয়ারি) রাষ্ট্রীয় মিডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে। এই এলিট ফোর্সটি আরও জানায় তারা সিরিয়াতে আইএস’র বিরুদ্ধে হামলা চালিয়েছে।

ইরানের রেভুলেশনারি গার্ডের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, জায়োনিস্টদের সাম্প্রতিক সময়ের হামলার প্রতিবাদ এবং আমাদের গার্ডের কমান্ডোকে হত্যার প্রতিবাদে ইসরায়েলের গুপ্তচর বাহিনী মোসাদের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে তাদের কার্যালয় ধ্বংস হয়ে গেছে।

এই হামলা এমন এক সময় করা হলো যখন মধ্যপ্রাচ্যে গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে এখন পর্যন্ত যুদ্ধ চলছে। এছাড়া ইরানের এই বাহিনীটি লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেনেও ছড়িয়ে পড়েছে।

গত মাসে সিরিয়াতে হামলা চালিয়ে ইরানের রেভুলেশনারি গার্ডের তিন কর্মকর্তাতে হত্যা করে ইসরায়েল। যার মধ্যে একজন সিনিয়র কমান্ডারও ছিল। তিনি ইরানের সামরিক বাহিনীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে স্মরণকালের ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। এরপর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বাদ যাচ্ছে না লেবাননও। দেশটিতে ইসরায়েলের হামলায় ইরান সমর্থিত হেজবুল্লাহর ১৩০ জন যোদ্ধা নিহত হয়েছে। 

রেভুলেশনারি গার্ডের বিবৃতিতে আরও বলা হয়, আমরা শপথ নিয়েছি আমাদের শহীদদের শেষ রক্তবিন্দুর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে।

মার্কিন কনস্যুলেটের কাছে একটি আবাসিক এলাকায় কুর্দিস্তানের রাজধানী ইরবিলের উত্তর-পূর্বে হামলার পাশাপাশি সিরিয়ায় বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মূলত আইএসকে ধ্বংস করতে সিরিয়াতে এই হামলা চালানো হয়।

ইরাকি কুর্দি প্রধানমন্ত্রী মাসরুর বারজানি ইরবিলে হামলাকে ‘কুর্দি জনগণের বিরুদ্ধে অপরাধ’ বলে নিন্দা জানিয়েছেন।

এদিকে ইরানের এই হামলাকে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে কুর্দিস্তান সরকারের নিরাপত্তা কাউন্সিল। হামলায় ইরবিলে চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.