February 26, 2025, 8:04 pm


কূটনৈতিক প্রতিবেদক

Published:
2024-01-16 13:51:00 BdST

জাতিসংঘের ব্রিফিংয়ে আবারও বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ


বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আবারও কথা উঠেছে জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ে।

এবার নির্বাচন ঘিরে বিরোধীরা যেসব সহিংসতা ও নাশকতা চালিয়েছে তার কড়া সমালোচনা করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

স্থানীয় সময় সোমবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

এ সময় বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ উঠলে ডুজারিক বলেন, নির্বাচন বিরোধীরা যেসব নাশকতা ও সহিংসতা ছড়িয়েছে, তা মোটেই গ্রহণযোগ্য নয়। আগে যা বলেছি তা আবারও পুনরাবৃত্তি করব- আমরা দলগুলোকে সব ধরনের সহিংসতা প্রত্যাখ্যান করতে এবং মানবাধিকার ও আইনের শাসনের প্রতি সম্মান প্রদর্শন নিশ্চিত করার আহ্বান জানাই।

এর আগে গত ৯ জানুয়ারি নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায়, ৭ জানুয়ারির নির্বাচনে বিএনপি ও তার সমমনারা অংশ না নেওয়ায় দুঃখ প্রকাশ করে বাংলাদেশে গণতন্ত্র সুসংহত ও অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রতিটি মানুষের মানবাধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছিলেন স্টিফেন ডুজারিক ।

কিন্তু সোমবারের প্রেস ব্রিফিংয়ে, নির্বাচনের আগে গণপরিবহন ও রেলে অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে জাতিসংঘ মহাসচিবের এই মুখপাত্র বলেন, জাতিসংঘের অবস্থান সব ধরনের সহিংসতার বিরুদ্ধে। যারা সহিংসতা করছে, আমরা তাদের ক্ষমা করবো না।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.