February 26, 2025, 6:42 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2024-01-25 19:37:32 BdST

ইউনূসকে নিয়ে দেওয়া চিঠি প্রত্যাহারে ১২ সিনেটরকে পাল্টা চিঠি


শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সাজার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের ১২ সিনেটরের দেওয়া চিঠি প্রত্যাহার চেয়ে পাল্টা চিঠি পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে ই-মেইল ও তাদের ঠিকানায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লবসহ তিনজন আইনজীবী এই চিঠি পাঠিয়েছেন।

এতে ১২ সিনেটরের চিঠি প্রত্যাহার চাওয়া হয়েছে। ওই চিঠির পাল্টা জবাবে বলা হয়েছে, 'বাংলাদেশের সংবিধান অনুযায়ী, বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ স্বাধীন এবং পৃথক। নির্বাহী বিভাগের প্রধান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনও বিচারিক কার্যক্রম বন্ধ বা বিচারিক কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারেন না। এছাড়া চলমান বিচারিক কার্যক্রম সম্পর্কে বিবৃতি বা চিঠি প্রদান ন্যায়বিচারের পরিপন্থী।'

'ড. ইউনূসের বিরুদ্ধে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য শ্রম আইনের অধীনে মামলা দায়ের করেছেন। সেখানে দেশের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।'

'কাজেই ১২ জন সিনেটরের পাঠানো চিঠির মর্মার্থ অনুযায়ী— তারা দুর্বল শ্রমিকদের বিপক্ষে  এবং সবল মালিকদের পক্ষ নিয়েছেন, যা আইএলও কনভেনশনের লঙ্ঘন।'

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের ১২ জন সিনেটর যৌথভাবে স্বাক্ষরিত একটি চিঠি পাঠান।

চিঠিতে প্রফেসর ড. ইউনূসের বিদ্যমান হয়রানি বন্ধ করার জন্য আহ্বান জানানো হয়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.