নিজস্ব প্রতিবেদক
Published:2024-01-25 19:45:19 BdST
মধ্যস্বত্বভোগীদের আকাঙ্ক্ষার জিব টেনে ধরতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী
মধ্যস্বত্বভোগীদের সমালোচনা করে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, উৎপাদনকারীদের ন্যায্যমূল্য পাওয়ার অধিকার আছে। আবার ক্রেতাদেরও সঠিক দামে পণ্য পাওয়ার অধিকার আছে। অথচ মধ্যস্বত্বভোগীরা গ্রামে পাঁচ টাকা দিয়ে কপি কিনে ঢাকায় এনে তা ৬০ টাকা বিক্রি করছে। এসব মধ্যস্বত্বভোগীদের আকাঙ্ক্ষার জিব টেনে ধরতে হবে।’
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘বাংলাদেশ প্রাণিসম্পদ খাত: সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
পরিপ্রেক্ষিত, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বিশ্বব্যাংক এর যৌথ উদ্যোগে এই কর্মশালা আয়োজন করা হয়।
রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আপনাদের প্রতি আহ্বান থাকবে- মানুষের জন্য কিছু করুন, লাভ কম করুন।’
তিনি বলেন, ‘রমজানকে সামনে রেখে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করা হবে; যাতে রমজানে পণ্যের দাম না বাড়ানো হয়। সব পণ্যের দাম স্বাভাবিক থাকবে তার ব্যবস্থা নেওয়া হবে।’
একই সঙ্গে তিনি জানান, টিসিবির পণ্যের মতো রমজানে মুরগি, ডিম, মাংস ও দুধ বিক্রির বিষয়েও ব্যবস্থা নিবে মন্ত্রণালয়।
মধ্যস্বত্বভোগীদের সমালোচনা করে আব্দুর রহমান বলেন, ‘বাজারে মাছ, মুরগি, ডিম, দুধের সরবরাহ থাকলেও দাম বেশি। আমাদের উন্নতির সঙ্গে সঙ্গে নৈতিক অধঃপতনও বাড়ছে।
তিনি বলেন, ‘শেখ হাসিনা আল্লাহর দেওয়া উপহার। এই জাতি কখনও পিছনে থাকবে না। অথচ আমাদের লোভ-লালসা এমন পর্যায়ে চলে গেছে যে আমরা শুধু চাই আর চাই। এই আরও চাওয়াগুলো দুনিয়াতে কেউ ভোগ করে যেতে পারে না। এসব পিঁপড়ায় খায়। সুইস ব্যাংকে যারা টাকা রাখে অনেক সময় তাদের স্বাক্ষর মিলে না। এতে টাকা আর তোলা হয় না। ফাঁকা পকেটে ফিরে আসতে হয়।’
মন্ত্রী আরও বলেন, ‘আমাদের সামাজিক ও রাজনৈতিক অঙ্গীকারে কাজের গুরুত্বকে সামনে নিয়ে আসতে হবে। আর শুল্ক কতটুকু কমিয়ে উৎপাদন বাড়ানো যায় সে সম্পর্কে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বসতে হবে।’
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন।
এছাড়া বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, গ্লোবাল টেলিভিশনের এডিটর সৈয়দ ইশতিয়াক রেজা, ডিবিসি নিউজের এডিটর প্রণব সাহা বক্তব্য দেন।
স্বাগত বক্তব্য রাখেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. আব্দুর রহিম ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.