February 26, 2025, 6:52 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2024-01-28 22:48:13 BdST

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদে পুনরায় নিয়োগ পেলেন নজরুল ইসলাম


প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদে পুনরায় নিয়োগ পেলেন মো. নজরুল ইসলাম। তাকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদে নিয়োগ করা হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) এ সংক্রান্ত গেজেট জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে মো. নজরুল ইসলাম এর চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।

এতে আরও বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে মো. নজরুল ইসলাম ৭৮,০০০/- নির্ধারিত বেতনে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা সন্তুষ্টি (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.