নিজস্ব প্রতিবেদক
Published:2024-01-29 02:39:27 BdST
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন গাজী হাফিজুর রহমান লিকু
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গাজী হাফিজুর রহমান লিকু।
রোববার (২৮ জানুয়ারি) এ সংক্রান্ত গেজেট জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া গ্রামে এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে গাজী হাফিজুর রহমান লিকু জন্মগ্রহণ৷ করেন। তার পিতা গাজী শুকুর আহম্মেদ।
গাজী হাফিজুর রহমান লিকু ছাত্রজীবনে গোপালগঞ্জের বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ভিপি ছিলেন। পরবর্তীতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ছিলেন।
২০০৮ সাল থেকে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৯ সালে তিনি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হিসেবে দায়িত্ব পান। এখন আবার পুনরায় একই দায়িত্ব পেলেন গাজী হাফিজুর রহমান লিকু।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু বলেন, প্রধানমন্ত্রী যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে পুনরায় এই দায়িত্ব দিয়েছেন, আমি যেন সেটি সততার সঙ্গে পালন করতে পারি; এজন্য আমি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, জনপ্রতিনিধি এবং জনগণের সহযোগিতা চাই।
উল্লেখ্য, গোপালগঞ্জের জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী হাফিজুর রহমান লিকু ২০০৪ সালের ৩১ জুলাই বিএনপি সমর্থিত সন্ত্রাসীদের গুলিতে আহত হন। সেদিন গুলিতে তৎকালীন ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি রাকিব হোসেন খান তুষার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.