আন্তর্জাতিক প্রতিবেদক
Published:2024-01-29 08:34:10 BdST
জর্ডানে ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহত
জর্ডানে একটি ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। রবিবার (২৮ জানুয়ারি) এক বিবৃতিতে হতাহতের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শনিবার রাতে সিরিয়ার সীমান্তে জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে মোতায়েন থাকা মার্কিন সেনাদের ওপর এই হামলা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বিবৃতিতে হামলার জন্য ইরানপন্থি গোষ্ঠীকে দায়ী করেছেন বাইডেন। তিনি বলেছেন, আমরা এখনও হামলার তথ্য সংগ্রহ করছি। আমরা জানি এটি চালিয়েছে ইরান ও সিরিয়ায় সক্রিয় ইরানপন্থি জঙ্গি গোষ্ঠীগুলো।
গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে এটিই প্রথম মার্কিন সেনা নিহতের ঘটনা। বাইডেন জানিয়েছেন, শনিবার রাতে এই হামলা হয়।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি আমরা অব্যাহত রাখবো। কোনও সন্দেহ রাখবেন না, আমরা জড়িতদের জবাবদিহি নিশ্চিত করবো আমাদের পছন্দমতো উপায়ে।
বাইডেনের বিবৃতিতে কতজন মার্কিন সেনা আহত হয়েছেন তা বলা হয়নি। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হামলায় নিহত তিন জন ছাড়াও ২৫ সেনা সদস্য আহত হয়েছেন।
ইরাক, ইসরায়েল, ফিলিস্তিন ভূখণ্ড পশ্চিম তীর, সৌদি আরব এবং সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মার্কিন সেনারা দীর্ঘদিন ধরে জর্ডানকে একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে। জর্ডানে প্রায় তিন হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
মার্কিন বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশন সরকারি মুখপাত্র মুহান্নাদ মুবাইদিনকে উদ্ধৃত করে বলেছে, হামলাটি সিরিয়া সীমান্তের ওপারে ঘটেছে। পরস্পরবিরোধী এসব তথ্যের সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থাটি।
এই হামলাটি মধ্যপ্রাচ্যের ইতোমধ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি করতে পারে। ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জন নিহত হয়। জবাবে গাজায় ইসরায়েলি হামলায় এযাবৎ ২৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
যদিও ওয়াশিংটন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বলে আসছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে সরাসরি জড়িত নয় যুক্তরাষ্ট্র। তবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অবস্থানে কয়েক দফা হামলা চালিয়েছে তারা। লোহিত সাগরে বাণিজ্যিক নৌযানে হুথিদের আক্রমণের জবাবে এসব হামলা চালাচ্ছে তারা।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.