নিজস্ব প্রতিবেদক
Published:2024-01-29 18:55:55 BdST
রমজানে চার পণ্যে শুল্ক ছাড়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয়পণ্য ভোজ্যতেল, চিনি, খেজুর ও চালের শুল্কহার কমাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে তিনি এমন নির্দেশ দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মন্ত্রীরা কি কাজ করেছে তা জানতে চান প্রধানমন্ত্রী। একই সঙ্গে এই চার পণ্য সরবরাহ নিশ্চিতের কথা বলেছেন। সরবরাহ ক্ষেত্রে ঘাটতি যেন না থাকে। সন্মনিতভাবে কাজ করতে নির্দেশ।
শুল্ক কতটুকু কমানো হবে, সেটি এখন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিদ্ধান্ত নেবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.