নিজস্ব প্রতিবেদক
Published:2024-01-30 21:02:00 BdST
রফতানিতে প্রণোদনা কমানোর সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে সম্ভাব্য উত্তরণকে সামনে রেখে রফতানিতে প্রণোদনা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তৈরি পোশাক খাত, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত মাছ, কৃষিপণ্যসহ অন্যান্য প্রায় সব খাতে প্রণোদনার হার কমানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে উল্লেখ করা হয়, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ ঘটতে যাচ্ছে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধি-বিধান অনুযায়ী, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হলে কোনও ধরনের রফতানি প্রণোদনা প্রদান করা যাবে না।
সার্কুলারে জানানো হয়, এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সময়ে একত্রে সম্পূর্ণরূপে বন্ধ না করে সরকার বিভিন্ন ধাপে নগদ সহায়তা বা প্রণোদনার হার অল্প অল্প করে হ্রাসের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিগত বছরগুলোর তুলনায় এবার রফতানি প্রণোদনা কমানোর পাশাপাশি বাংলাদেশ ব্যাংক আরও বলছে, পর্যায়ক্রমে সব ধরনের রফতানিতে প্রণোদনা কমানোর একটি পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।
তৈরি পোশাক খাতে বিশেষ নগদ সহায়তা এক শতাংশ থেকে কমিয়ে দশমিক ৫ শতাংশ হারে করা হয়েছে।
এছাড়া, পোশাক খাতের নতুন রফতানি বাজারগুলোতে দেওয়া প্রণোদনার হার এক শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.