বিশেষ প্রতিবেদক
Published:2024-02-08 00:22:05 BdST
বিআইডব্লিউটিএ'র সিবিএ নেতা আবুল হোসেনের হিসাব বিবরনী তলব
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি এবং বিআইডব্লিউটিএ'র অর্থ বিভাগের অফিস সহকারী আবুল হোসেনের চাকরি জীবনের বেতন-ভাতা সংক্রান্ত তথ্য জরুরি তলব করেছে সংস্থাটির প্রশাসন ও মানব সম্পদ বিভাগ।
সম্প্রতি দুর্নীতি দমন কমিশন সিবিএ নেতা আবুল হোসেনের বিরুদ্ধে পরিচালিত তদন্তের স্বার্থে তার সম্পদের বিবরণী সংক্রান্ত রেকর্ডপত্র সরবরাহের জন্য একটি চিঠি প্রেরন করে বিআইডব্লিউটিএতে।
উক্ত চিঠিতে উল্লেখিত চাহিদা অনুযায়ী বিআইডব্লিউটিএ'র অর্থ বিভাগের অফিস সহকারী আবুল হোসেনের চাকরি জীবনে যোগদানের পর থেকে এই পর্যন্ত প্রাপ্ত বেতন-ভাতাদির হিসাব বিবরনী চেয়ে সংস্থাটির হিসাব বিভাগের পরিচালক বরাবর একটি চিঠি দেয়া হয়েছে।
চিঠিটি প্রেরন করেন একই প্রতিষ্ঠানের প্রশাসন ও মানব সম্পদ বিভাগের যুগ্ন পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.