February 26, 2025, 1:52 pm


ফিন্যান্স টুডে রিপোর্ট:

Published:
2024-02-10 17:07:23 BdST

জাতীয় হৃদরোগ হাসপাতাল পরিচালক পদে ফের নিয়োগ পেলেন ডা. মীর জামাল উদ্দিন


জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসাবে অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনকে এক বছরের জন্য পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। ১৮ জানুয়ারি তার প্রথম দফা ২ বছরের চুক্তিভিত্তিক নিয়োগের শেষ কর্মদিবস ছিল। অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন ১৯৮৫ সালে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন এবং ১৯৮৯ সালে অষ্টম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। ১৯৯৭ সালে এমডি কার্ডিওলজি কোর্স পাস করেন। ২০১৩ সালে অধ্যাপক (কার্ডিওলজি) পদে পদোন্নতি পান। ২০১৯ সালে নভেম্বরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের দায়িত্ব দেওয়া হয় তাকে। তিনি দেশে ইন্টারভেনশনাল কার্ডিওলজি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পথিকৃৎ।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.