কূটনৈতিক প্রতিবেদক
Published:2024-03-21 06:57:16 BdST
১৬ বাংলাদেশিকে জরুরি সৌদি ত্যাগের নির্দেশ
সৌদি আরবে অবস্থানরত ১৬ বাংলাদেশি প্রবাসীকে দ্রুত দেশ ত্যাগ করার নির্দেশ দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভিসা জটিলতায় তাদের এই নির্দেশ দেওয়া হয়েছে।
এতে বলা হয়, উল্লিখিত প্রবাসী বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দূতাবাস লেবার অফিস ও ডিপোর্টেশন সেন্টারের মাধ্যমে দীর্ঘদিন ফলোআপ করার পর এক্সিট ভিসা গ্রহণ করে। আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে তাদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাদের সাড়া পাওয়া যায়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদেরকে উল্লিখিত ভিসার মেয়াদ শেষ হওয়ার পূর্বে আবশ্যিকভাবে সৌদি আরব ত্যাগ করার জন্য অনুরোধ করা হলো।
অন্যথায় তাদের জরিমানাসহ বিভিন্ন ধরনের আইনি জটিলতার সম্মুখীন হতে হবে বলেও জানানো হয়।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.