February 24, 2025, 4:19 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2024-08-16 23:12:38 BdST

ঢাকা ওয়াসার নতুন এমডি এ কে এম সহিদ উদ্দিন


ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদ উদ্দিন। আজ বৃহস্পতিবার তাকে নতুন এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গতকাল বুধবার পদত্যাগ করেন আগের এমডি তাকসিম এ খান। গত ১৫ বছরে ঢাকা ওয়াসায় একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তিনি।

দুর্নীতি, অনিয়মসহ নানা অভিযোগ থাকার পরও তাকসিমকে একই পদে দীর্ঘ সময় রাখা নিয়ে প্রশ্ন ওঠে। ২০০৯ সালের পর থেকে ঢাকা ওয়াসার পানির দাম বাড়ে ১৬ বার।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.