কূটনৈতিক প্রতিবেদক
Published:2024-08-30 21:07:02 BdST
অন্তর্বর্তী সরকারের সঙ্গেই কাজ চালিয়ে যাবে ভারত : জয়শঙ্কর
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ‘ভারতকে বাংলাদেশের সঙ্গে যৌথ স্বার্থে কাজ করতে হবে। সেখানে বর্তমানে যে সরকার ক্ষমতায় রয়েছে, ভারত তার সঙ্গেই কাজ চালিয়ে যাবে। ’
আজ শুক্রবার দিল্লিতে রাষ্ট্রদূত রাজিব সিকরির নতুন বই প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সময় থেকেই আমাদের সম্পর্ক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছে এবং এটি স্বাভাবিক। আমরা বর্তমান সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাব। ’
তিনি বলেন, ‘কিন্তু আমাদের এও স্বীকার করতে হবে, সেখানে রাজনৈতিক নানা পরিবর্তন হয়েছে। এসব পরিবর্তন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। স্পষ্টতই এখানে আমাদের পারস্পারিক স্বার্থ দেখতে হবে।'
এস জয়শঙ্কর প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে নিরবচ্ছিন্ন আলোচনার যুগ শেষ হয়ে গেছে। ’
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.