অনলাইন ডেস্ক:
Published:2024-09-22 16:10:05 BdST
১৪৪ ধারা প্রত্যাহার রাঙামাটিতে
তিন পার্বত্য জেলায় পাহাড়ি ও বাঙালি সংঘর্ষের ঘটনায় রাঙামাটিতে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় এই বিধি-নিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়।
এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে গত শুক্রবার দুপুর ১টার দিকে পৌরসভায় এই বিধি-নিষেধ জারি করেছিল জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মোহামদ মোশারফ হোসেন খান জানান, সকাল ১১টা থেকে ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে।
পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক। ধীরে ধীরে দোকানপাট খুলে যাবে বলে জানান তিনি।
এদিকে সংঘর্ষে তিনজনের মৃত্যু ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে সড়ক ও নৌপথ অবরোধ চলছে। শনিবার সকাল ৬টা থেকে ‘সিএইচটি ব্লকেড’ নামে এই অবরোধ শুরু হয়।
‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতার’ ব্যানারে ৭২ ঘণ্টার এই অবরোধের ডাক দেওয়া হয়।
অন্যদিকে রাঙামাটিতে বাস, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক সমিতি।
জানা গেছে, পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত খাগড়াছড়ি ও রাঙামাটিতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭২ জন।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.