এফ টি রিপোর্ট:
Published:2024-10-05 16:55:05 BdST
ঢাকা কেন্দ্রে বন্যার্তদের সহযোগিতায় আলোকচিত্র প্রদর্শনী
বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বি পি এস) এর আয়োজনে এবং ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতি চর্চার প্রতিষ্ঠান ঢাকা কেন্দ্রের সহযোগিতায় ৪ও ৫ অক্টোবর ২০২৪ ইং দুইদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ও উদ্বোধন অনুষ্ঠিত হলো ঢাকা কেন্দ্রে। বর্তমানে বন্যায় নাজেহাল অবস্থায় উত্তরবঙ্গ। বন্যার্তদের কথা তুলে ধরেন এই অনুষ্ঠানটিতে। তাদের এই অসহায়ত্ব অবস্থায় পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিপিএস এর সভাপতি আসফাক আহমেদ, সেক্রেটারি এম ইউসুফ তুষার, সাংগঠনিক সম্পাদক জাকিরুল মাজেদ কনক, ইতিহাসবিদ হাসান সুফি এবং ঢাকার কেন্দ্রের পরিচালক আজিম বখশ উপস্থাপনায় ছিলেন বিপিএস এর স্থায়ী পরিষদ সদস্য শংকর শাহজাদ। বক্তারা বন্যায় দুর্দশা গ্রস্থ মানুষের অসহায়ত্ব তুলে ধরেন এবং মানুষের সহযোগিতায় এই উদ্যোগকে সফল করতে বিনীত নিবেদন জানান ও বিক্রয় কার্যক্রম শনিবার সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে।৩৭ জন আলোকচিত্রের মোট ছাপান্নটি ছবি পরিদর্শনী করা হয়েছে। আলোকচিত্র বিক্রয় থেকে তোদের সহায়তার প্রদান করা হবে প্রতিটি ছবির সর্বনিম্ন বিনিময় মূল্য ৩০০০ টাকা।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.