নিজস্ব প্রতিবেদক
Published:2024-10-10 19:43:03 BdST
রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শহরতলীর রাধানগর এলাকায় জেরিন চা বাগান সড়কের বালিশিরা রিসোর্ট থেকে শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সালাউদ্দিন মাহমুদের (৬২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে শ্রীমঙ্গলের ওই রিসোর্ট থেকে লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৯ অক্টোবর) মৌলভীবাজারে এসএমই ফাউন্ডেশনের কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করেন তিনি। প্রোগ্রাম শেষ করে রাত ১০টার দিকে শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে যান। আজ সকাল সাড়ে ৮টার দিকে তার রুমে গেলে ভেতর থেকে দরজা বন্ধ পাওয়া যায়। পরে পুলিশ এসে বিকল্প উপায়ে জানালা দিয়ে ওই কক্ষে প্রবেশ করে। সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
শ্রীমঙ্গল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, সকালে রিসোর্টের ম্যানেজার অন্যান্য কর্মীদের নিয়ে বর্ণিত রুম খোলার জন্য বার বার চেষ্টা করেও ভেতর দিয়ে লক থাকায় রুমের দক্ষিণ পাশের জানালা খুলে ভেতরে প্রবেশ করে তার অর্ধেক শরীর বিছানার ওপর, দুই পা ফ্লোরে, মাথা দক্ষিণ দিকে অচেতন শোয়া অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে রিসোর্ট কর্তৃপক্ষ এই বিষয়ে থানায় সংবাদ দিলে তাৎক্ষণিক আমি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব, শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন খান ও সঙ্গীয় অফিসারসহ সেখানে যাই।’
ওসি বলেন, ‘বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরীকে জানানো হলে তিনি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক পাঠিয়ে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।’
বালিশিরা রিসোর্টের চেয়ারম্যান শহিদুল হক বলেন, ‘বুধবার সন্ধ্যার দিকে ব্যাগ রেখে শহরের পানশী হোটেলে নৈশভোজ শেষে রাত ১০টায় রুমে ওঠেন। ওনার সঙ্গে থাকা সহকর্মী মাসুদুর রহমান ও গাড়িচালক অন্য রুমে ওঠেন। বৃহস্পতিবার সকালে ওনারা একসঙ্গে নাশতার জন্য মোবাইল ফোনে কল করেন। সাড়া না পেয়ে তিনি বিষয়টি আমাদের রিসোর্ট ম্যানেজারকে জানান। তখন দরজা ভেতরে লক করা ছিল। পরে ওনাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় তলার জানালা দিয়ে তাকে অচেতন দেখে পুলিশকে জানাই। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা খুলে তার অবস্থা দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তারকে নিয়ে আসেন। তিনি পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘লাশের অবস্থা দেখে মনে হচ্ছে, এটা স্বাভাবিক মৃত্যু। এ ছাড়া তিনি হার্ট, কিডনি ও ডায়াবেটিকসহ বেশ কিছু রোগে ভুগছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন। তার রুমেও বেশ কিছু ওষুধ পাওয়া গেছে। তাছাড়া ওনার মৃত্যু নিয়ে কোনও সন্দেহ আছে কি না জানতে চাইলে তার পরিবারের সদস্যরা কোনও অভিযোগ নেই বলে আশ্বস্ত করেন।
ওসি আরও বলেন, যানজটের কারণে ঢাকা থেকে তার পরিবার আসতে দেরি হওয়ায় সচিবের সহকর্মী এসএমই ফাউন্ডেশনের এজিএম মাসুদুর রহমানের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। মরদেহ নিয়ে তিনি ঢাকায় রওনা হয়েছেন।
আজ বৃহস্পতিবার শ্রীমঙ্গলে এসএমই ফাউন্ডেশনের আরও কয়েকটি প্রোগ্রামে তার অংশগ্রহণ করার কথা ছিল।
সালাহ উদ্দিন মাহমুদ শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তিনি সর্বশেষ শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ঢাকার দক্ষিণ খানের মাটির মসজিদের চালাবন এলাকার মৃত হাফিজ উদ্দিন মাস্টারের ছেলে। বর্তমানে উত্তরার তিন ৪ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ১৬নং বাসায় বসবাস করছে তার পরিবার।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.