নিজস্ব প্রতিবেদক
Published:2024-10-10 19:54:22 BdST
দীপ্ত টিভির ব্রডকাস্ট জার্নালিস্টকে বাসায় ঢুকে হত্যা
দীপ্ত টিভির সম্প্রচার বিভাগের কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিমকে বাসায় ঢুকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বাড়ির দখল নিতে ২০-২৫ জন সন্ত্রাসী তামিমের বাসায় ঢুকে তাকে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতের উপ-পরিচালক মো. মামুন ও বিএনপি নেতা রবিউল আলমের নেতৃত্বে তামিমের মহানগর প্রজেক্টের বাসায় সন্ত্রাসীরা এই হামলা চালায় বলে অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা।
জানা গেছে, বুধবার (৯ অক্টোবর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মামুনের সঙ্গে ভবন মালিকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার ভবন দখলের হুমকি দেয় মামুন। রাতে হাতিরঝিল থানায় এই বিষয়ে অভিযোগ করলে পুলিশ তা নেয়নি।
তামিমের পরিবার জানায়, পূর্বঘোষণা অনুাযায়ী বৃহস্পতিবার সকালে বিএনপি নেতা রবিউল আলম ও তার সন্ত্রাসীরা ভবন মালিকের বাসায় অতর্কিত হামলা চালায়। এ সময় তারা দুইজনের পা ভেঙে দেয় এবং একজনকে মাথায় আঘাত করে। এক পর্যায়ে তারা তামিমকে পিটিয়ে হত্যা করে। আহতদের মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তামিমের পরিবারের অভিযোগ, মামুন সন্ত্রাসীদের দিয়ে ফ্লাট ও জমি মালিকদের জিম্মি করে জোরপূর্বক ফ্লাট দখল করেন। এটা তার একটি পেশা। এর আগেও মামুন ডিবি হারুনের শ্বশুর সোলায়মানের সহযোগিতায় ফ্ল্যাট দখলের বাণিজ্য চালিয়েছে। হারুনের সঙ্গে মামুনের সখ্যতা থাকায় থানায় তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেয়নি পুলিশ।
হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. আওলাদ হোসেন জানান, এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.