অনলাইন ডেস্ক:
Published:2024-10-19 13:23:09 BdST
চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ অবরোধ, তীব্র যানজট
এলজিইডির আওতায় বিভিন্ন প্রকল্পে ও মাস্টাররোলে কর্মরতদের চাকরি স্থায়ী করে রাজস্বকরণের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে এলজিইডি ঐক্য পরিষদ। এতে ৩ ঘণ্টার বেশি সময় শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯ টার পর থেকে এই আন্দোলনকারীরা শাহবাগে জড়ো হন। পরে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। আন্দোলনকারীরা বিকেল পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানা গেছে।
জানা যায়, সকাল ১০টার দিকে কয়েকশ সরকারী প্রতিষ্ঠানের কর্মচারী শাহবাগে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। তারপর থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত রাস্তাটি বন্ধ করেছেন আন্দোলনকারীরা। ফলে এই সড়কে চলাচলকারী যানবাহনগুলো কে বিকল্প রাস্তায় গন্তব্যে যেতে হচ্ছে।
আন্দোলনকারীরা বলেন, বিগত সরকার শোষণ করার নীতিমালা দিয়েছে, আমরা শোষিত হয়েছি। আমরা কাফনের কাপড় নিয়ে এসেছি, দরকার হলে রক্ত দিবো কিন্তু তারপরও আমরা আমাদের উত্তরসূরীদের নির্যাতিত হতে দিবো না। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি, বিশৃঙ্খলা করবো না। তবে সময় ফুরিয়ে যাচ্ছে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.