অনলাইন ডেস্ক:
Published:2024-10-21 13:07:18 BdST
২য় বছরে যাত্রা শুরু করল ঢাকা প্রফেশনাল কমিউনিটি
ঢাকার ইতিহাস ঐতিহ্য চর্চা ও লালন পালন এবং পেশাগত উন্নয়নে ঢাকা প্রফেশনাল কমিউনিটি পরিবার ১৯ অক্টোবর ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয়। দিনটিকে স্মরণ করতে বিভিন্ন পেশার ঢাকাইয়া ব্যক্তিত্বরা হেমন্তের বৃষ্টিস্নাত শেষ বিকালে হাজির হয়েছিলেন ঢাকা কেন্দ্রের ছাদ বাগানে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ব্যাংকার ও ঢাকাকর্মী এম হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লেখক ও আইনজীবী হাফেজ মোহাম্মদ আনিসুর রহমান। বিপুল সংখ্যক ঢাকাইয়া পেশাজীবীরা ঢাকার ইতিহাস ঐতিহ্য ও সম্ভাবনা , ঢাকাইয়া ভাষা রক্ষা, পেশাগত উন্নতি ও নিজেদের মধ্যে ঐক্যের জোর দাবী করেন। ঢাকা প্রফেশনাল কমিউনিটিকে ঢাকার মানুষের প্রতিনিধিত্ব রুপে দেখার আশা ব্যক্ত করেন। পরিশেষে ঢাকা পেশাজীবী সম্প্রদায় পরিবারের সদস্যরা কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.