February 23, 2025, 3:35 pm


অনলাইন ডেস্ক:

Published:
2024-10-21 13:42:02 BdST

ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশের সাথে কাজ করবে ৩শ’ শিক্ষার্থী: স্বরাষ্ট্র উপদেষ্টা


যথাযথ সম্মানীর মাধ্যমে ৩০০ শিক্ষার্থী পুলিশের সাথে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব. জাহাঙ্গীর আলম ।
সোমবার (২১ অক্টোবর) সকালে ট্রাফিক পক্ষ ২০২৪ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এ সময় তিনি বলেন, যে পরিমাণ রাস্তা থাকা দরকার বাস্তবে তা নেই। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সড়কে অবস্থান নেয়ায় সড়কের শৃঙ্খলা নষ্ট হচ্ছে। বৈধ অবৈধ যানবাহনের আধিক্যের কারণে যানজটের আকার দিন দিন বেড়েই চলছে। সরকারের পতনের পর ঢাকাসহ সারাদেশের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও জানান, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে এখন থেকে ৩০০ শিক্ষার্থী পুলিশের সাথে কাজ করবে। পরবর্তীতে এই শিক্ষার্থীদের সংখ্যা আরও বাড়ানো হবে। এতে ট্রাফিক ব্যবস্থার উন্নতি হবে বলেও মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.