February 23, 2025, 9:24 am


অনলাইন ডেস্ক:

Published:
2024-10-26 17:42:55 BdST

নিবন্ধিত কোন হজযাত্রী নেই ১২৪ এজেন্সির


আগামী বছরের হজ কার্যক্রম পরিচালনার জন্য অনুমতি পাওয়া এজেন্সির মধ্যে ১২৪টির কোনো প্রাক নিবন্ধিত বা প্রাথমিক নিবন্ধিত হজযাত্রী না থাকায় শর্ত অনুযায়ী এসব এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি হজ এজেন্সিগুলোর কাছে পাঠানো চিঠিতে এতথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ধর্ম মন্ত্রণালয় হিজরি ১৪৪৬/২০২৫ সালের হজের জন্য মোট ৮৯১টি হজ এজেন্সির তালিকা প্রকাশ করে। হজ ২০২৫ সালের জন্য গত ১ সেপ্টেম্বর থেকে প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। কিন্তু অনুমোদিত তালিকায় প্রকাশিত হজ এজেন্সির মধ্যে ১২৪টি হজ এজেন্সির কোনো প্রাক-নিবন্ধিত বা প্রাথমিক নিবন্ধিত হজযাত্রী নেই। এ অবস্থায় ১২৪টি হজ এজেন্সিকে দ্রুত হজযাত্রী নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়। শর্ত অনুযায়ী কোনো এজেন্সি হজ ২০২৫ মৌসুমে যৌক্তিক কারণ ছাড়া হজযাত্রী নিবন্ধন না করলে সেই এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। ২৬ অক্টোবর পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে ৮ হাজার ৩৩৪ জন প্রাথমিক নিবন্ধন করেছেন।
জানা গেছে, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে হজের প্রাথমিক নিবন্ধন। ৩০ অক্টোবর হজ প্যাকেজ ঘোষণা করা হবে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.