আন্তর্জাতিক প্রতিবেদক
Published:2024-11-01 22:07:57 BdST
রুশ পররাষ্ট্রমন্ত্রীযুদ্ধের দ্বারপ্রান্তে আছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া
যুক্তরাষ্ট্র ও রাশিয়া যুদ্ধের দ্বারপ্রান্তে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মার্কিন নির্বাচনের আর বাকী মাত্র চার দিন। এমন সময় এই কথা বললেন তিনি।
শুক্রবার তুরস্কের গণমাধ্যম হুররিয়াত ডেইলিকে এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া ‘সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার’ খুব কাছাকাছি রয়েছে।
তিনি বলেন, বর্তমান প্রেসিডেন্টের (জো বাইডেন) অধীনে আমাদের দেশগুলো সরাসরি সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে রয়েছে।
আগামী সপ্তাহে অনুষ্ঠেয় মার্কিন নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে প্রশ্ন করা হলে ল্যাভরভ বলেন, এই ফলাফল রাশিয়ার জন্য খুব একটা প্রভাব ফেলবে না।
তিনি বলেন, আমাদের কোনো অগ্রাধিকার নেই। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় থাকাকালে পূর্বসূরিদের তুলনায় সবচেয়ে বেশি রুশবিরোধী নিষেধাজ্ঞা আরোপ করেছে।
নির্বাচনে যেই জিতুক না কেন, আমরা মনে করি না যুক্তরাষ্ট্রের রুশবিরোধী মনোভাব পরিবর্তন হতে পারে।
যদিও ট্রাম্প এর আগে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের প্রতি তার অনুরাগের কথা স্পষ্ট করেছেন, তবে এই দুই ব্যক্তি ঘনিষ্ঠ নন এবং ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট সম্পর্ক বজায় রেখেছেন।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.