February 23, 2025, 12:45 am


স্টাফ রিপোর্টার:

Published:
2024-12-10 12:00:13 BdST

প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি বাবু ভূইয়া


৫ই আগস্টে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতন হলে বন্ধ হয়নি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও হত্যা মামলার আসামী মোহাম্মদ আব্দুল রাকিব ভূইয়া (বাবু ভূইয়া) এর । প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে সে। এ নিয়ে বিজ্ঞ মহলে থানা পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বাবু ভূইয়া ওরফে আব্দুল রাকিব ভূইয়ার যার এনআইডি নম্বর ৮৬৯ ৮৫০৯৬৫৩, পিতা-মৃত বাতেন ভূইয়া, মাতা- কামরুন নেছা, , মাতুয়াইল ভুইয়া বাড়ী, ওয়ার্ড নং-৬৫, থানা -যাত্রাবাড়ী, ঢাকা ১৩৬২। তার নামে নানা ধরনের অবৈধ কর্মকান্ড পরিচালনার অভিযোগও রয়েছে। বাবু ভূইয়া আওয়ামী লীগের সময় প্রভাব খাটিয়ে হয়েছে লতিফ ভূইয়া কলেজের গভর্নিং বডির সভাপতি। অভিযোগ রয়েছে, কলেজের ভিতরেই সে একটি কক্ষ ব্যবহার করতো মাদক সংক্রান্ত কাজে।


তার বিরুদ্ধে নানা কৌশলে সভাপতি থাকাকালীন সময়ে কলেজ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। জানাগেছে, নানা অপকর্ম ও দুর্নীতির কারণে কলেজের সভাপতির পদ থেকে সরিয়ে দেয়া হলেও পরবর্তীতে স্থানীয় এমপির সহযোগিতা ও প্রভাব খাটিয়ে বিভিন্ন উপায়ে পুনরায় সে সভাপতির পদ দখল করে। তার জন্য মাতুয়াইল ভূইয়া বাড়ির নাম ঐতিহ্য নষ্ট হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় অনেকে।

এই বাবু ভূইয়া বৈষ্যম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী-সাইনবোর্ড এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের সাথে সম্পৃক হয়ে আন্দোলনকারীদের উপর একের পর এক হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। জুলাই থেকে শুরু করে আগস্টের ৫ তারিখ পর্যন্ত তার নেতৃতে একের পর আওয়ামী সন্ত্রাসী কর্মকান্ড হয়েছে বলে দাবী অনেকের। আওয়ামী পতনের পর ছাত্রজনতার ভয়ে বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে থাকলেও এরপর এলাকায় এসে আবার সে সরব হয়ে ওঠে নানা আওয়ামী কর্মে।

বাবু ভূইয়া আওয়ামীলীগের একজন সক্রিয় কর্মী। আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে সে বিভিন্ন ধরনের গুম হত্যাযজ্ঞের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এধরনের হত্যা ও ভয়ানক কর্মকান্ডের জন্য যাত্রাবাড়ী থানায় গত ১৪.১১.২০২৪ তারিখে তার বিরুদ্ধে মামলাও হয়েছে যার নম্বর: ৩৫; ধারা-৩০২/১৪৯/৩৪/১০৯। সে প্রশাসনের নাকের ডগায় হত্যা মামলার এজাহারভুক্ত আসামী হয়েও এলাকায় প্রকাশ্যে দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে। বাবু ভূইয়ার বিভিন্ন অপকর্মে এলাকাবাসী অতীষ্ট বলে অভিযোগ রয়েছে। তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসনের কাছে বাবু ভুইয়াকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী উঠেছে সাধারণ জনগণের কাছ থেকে। এ বিষয়ে বাবু ভুইয়ার সাথে কথা বলতে নানাভাবে চেস্টা করলে ও তার মতামত নেওয়া সম্ভব হয়নি। বিষয়টি জানতে যাত্রাবাড়ী থানার ওসির ফোন নম্বরে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বিষয়টি নিয়ে ওয়ারী জোনের ডিসির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এলাকায় কোথায় আছে জানা গেলে তাকে তাৎক্ষানিক গ্রেফতার করা হবে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.