আবু তাহের বাপ্পা
Published:2024-12-11 11:46:29 BdST
এনজিও’র টাকায় হসপিটাল
রাজধানীর কাকড়াইলে দৃষ্টিনন্দন ভবনে গড়ে উঠেছে আরোরা স্পেশালাইজড হসপিটাল। হাসপাতালটি নামকরণের কারণে অনেকেই মনে করেন ভারতীয় যৌথ কোন কোম্পানির হাসপাতাল। মনে হয় যেন, এখানে বাংলাদেশ ও ভারতের চিকিৎসকরা মিলে উন্নত মানে কোন চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে।
কিন্তু অরোরা হাসপাতাল সম্পর্কে খোঁজ নিতে গিয়ে গণমাধ্যমের হাতে নতুন এক কাহিনী ধরা পড়েছে আর তা হল গ্রামের সাধারণ মানুষের কষ্টে জমানো ছোট্ট ছোট্ট সঞ্চয় টাকা আত্নসাত চুরি রাজধানীর কাকড়াইলে নতুন মোড়কে হাসপাতাল গড়ে তোলা হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বাড়িজুরিতে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির লিমিটেড নামে একটি সমিতি গড়ে তোলা হয়। এই সমবায় সমিতির হাজার হাজার গ্রাহকের সঞ্চয় ও জামানতের টাকা আত্নসাত করে অরোরা হসপিটাল করেছেন কিছু দুষ্কৃতকারী ব্যক্তি। বছরের পর বছর ধরে একেক জন গ্রাহক জমিয়েছেন লাখ লাখ টাকা। এসব টাকার পুরোটাই মেরে দিয়েছে সমিতির কর্মকর্তারা। ওই টাকা চুরির তালিকায় নাম উঠে এসেছে হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের নাম। কিন্তু গণমাধ্যমের অনুসন্ধানে নাম উঠে আসার পরপরই সুর বদলাতে শুরু করেছে অরোরা হাসপাতাল কর্তৃপক্ষ। গণমাধ্যমকে তারা বলতে চাইছে কথিত ব্যক্তিরা এখন আর হাসপাতালে সাথে নেই। তাদের শেয়ার বিক্রি করে চলে গেছে। কিন্তু শেষসবের কোন প্রমাণ পত্র দিতে রাজি নয় অরোরা হাসপাতাল কর্তৃপক্ষ। জনস্বার্থে গণমাধ্যম অনুসন্ধান চালু রাখবে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.